রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১০৮তম সিন্ডিকেট সভায় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এ আনন্দে বেরোবি ছাত্রদলও র্যালিতে অংশ নেয়, যা অনুষ্ঠিত হয় ২৮ অক্টোবর (সোমবার) রাত ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ব্যান্ড পার্টির তালে তালে নাচ-গানে ক্যাম্পাসের প্রধান সড়ক ও আবু সাঈদ চত্বরে মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের উল্লাসে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রহমত আলী এ সময় বলেন, ছাত্রলীগের অপরাজনীতি থেকে মুক্তি পেলাম আমরা। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাটা শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল, এবং আজ তা বাস্তবায়িত হয়েছে।
সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র আহসান হাবিব আবু সাঈদ হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এবং পুলিশ যেন দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে।
ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, শিক্ষার্থীদের পক্ষে থাকার প্রতিশ্রুতি তারা অটুট রাখবেন। ছাত্রলীগের ঘৃণিত রাজনীতি ক্যাম্পাসে না ফেরার আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, আমরাও চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজনীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত থাকুক।
বেরোবি ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন বলেন, সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তকে আমরা পূর্ণ সমর্থন করি। আমরা শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করব, কিন্তু তা দলীয় রাজনীতির ব্যানারে বাধ্যতামূলক নয়। যদি কেউ ছাত্র রাজনীতি বন্ধের নামে ক্ষমতাসীন দলকে সহায়তা করতে চায়, ছাত্রদল তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
মতামত