গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, “তারেক রহমানের রাজনীতি হলো জনগণের সেবা ও পাশে দাঁড়ানো।”
তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন, আত্মত্যাগ, ও হত্যার মধ্য দিয়ে দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে রাজনীতি করা ও জনগণের সেবা দেওয়ার সুযোগ রয়েছে। দেশের সাধারণ জনগণের জন্য সেবা প্রদানের মাধ্যমে তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে চান।
ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু আরও বলেন, তারেক রহমানের কর্মী হিসেবে তারা সবসময় জনসেবামূলক কাজ করে যাচ্ছেন, আর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেবামূলক এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ জনগণকে চিকিৎসা সেবা দেওয়ার প্রয়াস চালাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ফকির এবং সঞ্চালনা করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারি, শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান সজল, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধান ও বিল্লাল হোসেন, এবং আরও অনেক নেতৃবৃন্দ।
মতামত