সারাদেশ

তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, রাত ১১:১৪

“জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক” স্লোগানে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন ও বেসরকারী উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)-এর উদ্যোগে এবং এইড ফাউন্ডেশনের সহযোগিতায় এই সভা সোমবার (২৮ অক্টোবর) রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন মোঃ আজিজুর রহমান, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, রাজশাহী সিটি কর্পোরেশন। সভার সভাপতিত্ব করেন লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণে পূর্ববর্তী কার্যক্রমের অগ্রগতি এবং প্রচারণা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। তামাকজাত দ্রব্যের বিক্রয় কেন্দ্রগুলোর জন্য বিশেষ লাইসেন্স ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকার নির্দেশিকা অনুসারে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং লফস-এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুনসহ আরও অনেকে।