সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলো ছাত্রশিবির সভাপতি ও সেক্রেটারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলো ছাত্রশিবির সভাপতি ও সেক্রেটারি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৩৮

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারি প্রকাশ্যে এসেছেন। সোমবার (২৮ অক্টোবর) পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ পরিচয় ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী এইচ এম আবু মুসা (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) এবং সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মাহমুদুল হাসান (২০১৭-১৮ শিক্ষাবর্ষ)। সোমবার সন্ধ্যায় সংগঠনটির ফেসবুক পেজ এবং গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। আলোচনা সভাটি ইবি শাখার উদ্যোগে ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন আবু মুসা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবু বকর। সভায় বক্তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলী আজম মো. আবু বকর তার বক্তব্যে উল্লেখ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের বর্বরতার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। আলোচনা সভায় পল্টন ট্রাজেডি ও বিভিন্ন দুঃশাসনের শিকার নিহতদের জন্য দোয়া করা হয় এবং তাদের শাহাদাতের মর্যাদা কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।