দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সম্প্রতি অনুষ্ঠিত এক আলোচনা সভায় বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ওলামায়ে কেরামের গুরুত্ব তুলে ধরেন।
আজ সোমবার ( ২৮ অক্টোবর ) সভায় তিনি মাদ্রাসাগুলোর প্রভাব এবং সমাজে আলেমদের অবদানের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “মাদ্রাসাগুলো ইসলামের মজবুত স্তম্ভ। এগুলোর সেবায় ইসলামিক চেতনা এবং মানুষের পরিচিতি বজায় রয়েছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লীতে পূর্ণ থাকে এবং এটাই প্রমাণ করে আলেমদের দ্বারা সমাজে পবিত্রতা বজায় থাকে।”
উপদেষ্টা দেশের দুর্নীতিমুক্ত পরিবেশ গড়তে আলেমসমাজের ভূমিকা আরও সক্রিয় করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, “ওলামায়ে কেরামরা জনসাধারণের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখেন। দেশকে সুসংহত করতে এই সম্পর্ককে কাজে লাগানো প্রয়োজন।” সমাজে আলেমরা আলোকবর্তিকা হিসেবে ভূমিকা পালন করে যা আদর্শ রাষ্ট্র গঠনে অপরিহার্য।
অনুষ্ঠানে উস্তাদের খেদমতের গুরুত্ব নিয়েও কথা বলেন তিনি। খালিদ হোসেনের ভাষায়, “মেধা আল্লাহর দান। কিন্তু যথাযথ আদব থাকলেই সেই মেধা সঠিক পথে পরিচালিত হয়। বেয়াদব হলে মেধা ক্ষতির সম্মুখীন হয়।” এসময় তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের দৃষ্টিকে প্রসারিত করার উপদেশ দেন।
আলোচনা সভা শেষে ড. খালিদ বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ওলামা মশায়েখ পরিষদ আয়োজিত ইসলামিক মহাসম্মেলনে যোগ দেন।
মতামত