২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জামায়াতের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় এই কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত সহিংসতার প্রতিবাদে র্যালিটি ছোটবাইশদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার গেট থেকে শুরু হয়ে বাহেরচর বাজার প্রদক্ষিণ করে উপজেলা জামায়াতের কার্যালয়ে শেষ হয়। র্যালিতে উপজেলা আমীরের নেতৃত্বে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, যা জনসমুদ্রে রূপ নেয়।
আলোচনা সভায় রাঙ্গাবালী উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কবির হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াহ ইয়া খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ তবারক উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কবির হুসাইন বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবরের ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার তীব্র সমালোচনা করে তিনি জামায়াতের কর্মীদেরকে ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা ইয়াহ ইয়া খান তার বক্তব্যে বলেন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে জামায়াতের কর্মীরা দ্বীন প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবেন।
মতামত