রাজশাহীতে পরিবহন শ্রমিককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে শ্রমিকরা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সব বাস চলাচল বন্ধ করে দেন এবং রাজশাহী বাস টার্মিনালে বিক্ষোভ প্রদর্শন করেন।
শ্রমিকদের দাবি, সকালে চাঁপাইনবাবগঞ্জে একজন শ্রমিককে চাঁদার জন্য চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় শ্রমিকরা মারধর করেন। এর আগেও একাধিকবার রাজশাহীর শ্রমিকদের ওপর চাঁপাইনবাবগঞ্জের মালিক সমিতি এবং সিএনজি চালকদের নির্যাতনের অভিযোগ রয়েছে। বহুবার আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি।
শ্রমিকদের অভিযোগ, এই রুটে আগে ১২০০ টাকা চাঁদা প্রদান করা হলেও ৫ আগস্টের পর থেকে প্রায় ২৮০০ টাকা চাঁদা দিতে হচ্ছে, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও মারধরের ঘটনা ঘটে। তারা জানান, চাঁদা আদায় ও শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ না হলে বাস চলাচল বন্ধ রাখা হবে।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, দুই জেলার শ্রমিকদের মধ্যকার এই সমস্যা সমাধানে আলোচনা চলছে।
মতামত