জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) রাত পৌনে একটার দিকে জয়পুরহাট পৌর শহরের আলহেরা একাডেমি নগরের তার বাসায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গোলাম মাহফুজ চৌধুরী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব আক্কেলপুর এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে আলহেরা একাডেমি নগর এলাকায় বসবাস করছেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যান। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর থানার এলাকায় গুলিতে এক অটোচালক মেহেদী নিহত হন। এ দুটি হত্যাকাণ্ডসহ আরও কয়েকটি মামলায় গোলাম মাহফুজের নাম উল্লেখ করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে থানায় মোট ১০টি মামলা হয়েছে, যেগুলোর অধিকাংশেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। গভীর রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মতামত