সারাদেশ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লফস এর শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লফস এর শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:৩২

রাজশাহীর মল্লিকপুর গ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)। রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে মোট ১০০ জন শিশু সদস্যদের মাঝে শিক্ষা সহায়তা (খাতা ও কলম) বিতরণ করা হয়। এছাড়াও, ২০২৩ সালে ভালো ফলাফল করা ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন। তিনি শিশুদেরকে উদ্দেশ্য করে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তোমাদের সমাজে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়াশোনায় মনোযোগী হতে হবে। পাশাপাশি তিনি অভিভাবকদের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করতে এবং তাদের চলাফেরায় নজর রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই পুরস্কার তাদের পড়াশোনায় মনোযোগ বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া অনুষ্ঠানে লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিস্ট্যান্ট টুম্পা পাল, পল্লী চিকিৎসক মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবী জরিনা খাতুনসহ উপস্থিত ছিলেন।