আলোচিত মিউজিক ভিডিও 'প্রবাস নামের জেলখানা'য় জুনিয়র মান্না ও রাজ হৃদয়ের অভিনয়

আলোচিত মিউজিক ভিডিও 'প্রবাস নামের জেলখানা'য় জুনিয়র মান্না ও রাজ হৃদয়ের অভিনয়

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:২৭

Jakir Hussain এর NBC চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকির হোসাইন-এর গাওয়া গান "প্রবাস নামের জেলখানা"। প্রবাসীদের জীবনযাপন, তাদের কষ্ট, এবং পরিবারবিহীন একাকীত্বের করুণ দিক তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত হয়েছে এই গানটি। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন জুনিয়র মান্না, রাজ হৃদয়, নীলা, আসমা, রিয়াজ, অভি, ও রিয়ান। ভিডিওটি পরিচালনা করেছেন আল-আমিন মাসুদ, যার দক্ষ চিত্রধারণের মাধ্যমে প্রবাসীদের আবেগ আর ব্যথা দর্শকদের সামনে ফুটে উঠেছে। গানটির কথা ও সুর দিয়েছেন ওয়াহিদ হাসান, এবং সঙ্গীত পরিচালনা করেছেন রিওন শাহ। ভিডিওটি ইতিমধ্যে শ্রোতাদের মধ্যে আলোচিত এবং প্রশংসিত হয়েছে। প্রবাসী ভাইদের সম্মান জানাতে নির্মিত এই গানটি সকলের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতারা। পরিশেষে, বাংলা গানের সাথে যুক্ত থাকুন এবং শ্রদ্ধার সাথে প্রবাসীদের কষ্টের প্রতি সহমর্মী হন। আল্লাহ হাফেজ।