সারাদেশ

অনার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে নাটোরের ডিসিকে স্মারকলিপি প্রদান

অনার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে নাটোরের ডিসিকে স্মারকলিপি প্রদান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:২৩

অনার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে নাটোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে নিয়োগপ্রাপ্ত প্রায় সাড়ে তিন হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকদের দীর্ঘ ৩০ বছরের অবহেলা ও বঞ্চনার অবসানের জন্য দ্রুত এমপিওভুক্তির অনুরোধ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়ক প্রভাষক হেলাল উদ্দিন, নাটোর দিঘাপতিয়া এমকে কলেজের ফেডারেশন সভাপতি প্রভাষক জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক প্রভাষক অসিম কুমার দাস, রহমত ইকবাল অনার্স কলেজের সাধারণ সম্পাদক প্রভাষক জীবন মানিক, প্রভাষক মোহাম্মদ আলী, প্রভাষক আজিজুল হক, প্রভাষক নিলুফা জাহান, প্রভাষক শামিমা সারোয়ারসহ আরও অনেকে।