বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট চত্বরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে “জব ফেয়ার”উদ্বোধন করেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) আবু সাইম জাহান।
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে "স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ শ্লোগানে "কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪”- এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ সাজু মুহম্মদ শাহজাদা, আইডিইবি বগুড়ার সভাপতি প্রকৌশলী খাদেমুল ইসলাম, প্রকৌ: আব্দুল হালিম সরকার, চিফ ইন্সট্রাক্টর সিরাজগঞ্জ শরিফুল ইসলাম, ইন্সট্রাক্টর নওগাঁ মিজানুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌ:চিফ ইন্সট্রাক্টর আমিরুল ইসলাম,অনুষ্ঠান পরিচালনা করেন চিফ ইন্সট্রোক্টর নুর উদ্দিন মোহাম্মদ আলামগীর। জব ফেয়ার ১৮ টি স্টল অংশ গ্রহন করে। শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের সমন্বয়কারী ও সদস্য, রোভার স্কাউট, যুব রেডক্রিসেন্ট ও শিক্ষার্থীসহ জব ফেয়ারে অংশগ্রহণ করে।
এছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২৯ এপ্রিল ২০২৪ সকাল ১০.০০ টায় সেমিনার, শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, ০২ মে ২০২৪ অভিভাবক সম্মেলন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মতামত