উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার যমুনার পাড়ের সন্তান এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত খেলোয়াড়, সাবেক কৃতি ফুটবলার কামরুল হাসান হিলটন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যনির্বাহী পরিষদের ২০২৪ সালের নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, সাফ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার এবং বাংলাদেশ নারী ফুটবল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে বিজয়ী হয়ে কামরুল হাসান হিলটন বলেন, প্রথমে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। বিশেষ ধন্যবাদ জানাই সকল সম্মানিত ভোটারদের যারা আমাকে ভোট দিয়ে মনোনীত করেছেন। নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে দেশের ৬৪ জেলায় ফুটবলের মান উন্নয়নে কাজ করবে ফুটবল ফেডারেশন। আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি জেলায় বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা, যা থেকে মাঠ পর্যায়ে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।
উল্লেখ্য, সিরাজগঞ্জের সন্তান কামরুল হাসান হিলটন বাফুফের সদস্য নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জের সাবেক ও বর্তমান কৃতি ফুটবলারদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। এ সময় তারা একে অপরকে মিষ্টিমুখ করান।
মতামত