ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী।
এ সময় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী, জামায়াতে ইসলামী নেতা রফিকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মোকলেসুর রহমান, সম্পাদক ইফতেখার, শিবদীঘি বাজার কমিটির সভাপতি আনিসুর রহমান বাকী, সম্পাদক বকুল মজুমদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম শিল্পী, মোবারক আলী, এবং হোটেল মালিক নিমাই চন্দ্র প্রমুখ।
মতামত