সারাদেশ

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, বিকাল ৫:০০

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে বিএ কলেজ রোডে ভিক্টোরিয়া হাই স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বক্তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুত চালুর দাবি জানিয়ে বলেন, ট্রেনটি চালু না হলে উত্তরবঙ্গের সকল ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। তারা আরও উল্লেখ করেন যে, ট্রেনের মাধ্যমে জেলা ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ সহজ হওয়ায় উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। ট্রেন বন্ধ থাকায় জেলার মানুষ যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন এবং উন্নয়নও পিছিয়ে যাচ্ছে। মানববন্ধনে সিনিয়র শিক্ষক মোছা: পারভিন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি খাতুন ও আবু হুরায়রা বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।