সিরাজগঞ্জের কোবদাসপাড়া গ্রামে জানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ বিতরণ করেছেন স্থানীয় উদ্যোগী শহিদুল ইসলাম সরকার।
পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের গুরুত্ব বোঝাতে রবিবার (২৮ অক্টোবর) সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক শাপলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই-এর সাবেক শিক্ষক আব্দুল হালিম। শহিদুল ইসলাম জানান, মানবসেবায় বিশ্বাসী হয়ে আমি এই উদ্যোগ নিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে জাম, কাঠাঁল, ডালিম, মেহেগুনি, পেয়ারা গাছ বিতরণ করেছি।
তিনি আরও উল্লেখ করেন যে, এটি তার প্রথম বিদ্যালয়ভিত্তিক বৃক্ষ বিতরণ কর্মসূচি হলেও ধীরে ধীরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও গাছ বিতরণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সহকারী শিক্ষিকা রোজিনা খাতুন, সাবেরা সবনাম নুপুর, ইফফাদ আরা, সিদরাতুল মুনতাহা, গ্রামের আরিফ হোসেন ও মো: নজরুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতামত