রাজশাহী মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী জনসেবার মাধ্যমে উদযাপন করা হয়েছে। গরিব, দুঃখী ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা, ঔষধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (২৭ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী সিটি কলেজ হোস্টেলে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন। সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় এ আয়োজনে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়, যেখানে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালিত হয়।
এছাড়া রাজশাহী জেলা যুবদলের আয়োজনে নগরীর লক্ষ্মীপুরে একই কর্মসূচি পালন করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক মো: মাসুদুর রহমান স্বজনের নেতৃত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম টুটুলের সঞ্চালনায় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। জাতীয়তাবাদী যুবদল দেশের যুবসমাজের আস্থা অর্জন করেছে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এই আয়োজনে চিকিৎসা নেওয়া এক রোগী মিঠু জানান, রাজশাহীর যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ এমন আয়োজনের জন্য। খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরার প্রত্যাশা করছি। আশা করি ভবিষ্যতেও যুবদল সাধারণ মানুষের পাশে থাকবে।
মতামত