সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথকভাবে পালিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজার সভাপতিত্বে উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শুরু হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উন্মুক্ত মঞ্চে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম আকবর আলী। এছাড়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল মোমেন শফি, কৃষক দলের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক সন্টু প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ মিছিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অপরদিকে, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে পুরাতন বাসস্ট্যান্ড থেকে আরেকটি মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল ওহাব, সদস্য সচিব আজাদ হোসেন, যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মতামত