কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, দোয়া মাহফিল, অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) রাজারহাট রেল স্টেশনের পাশে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নয়ন আলীর সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান। বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস এবং ফ্যাসিবাদ প্রতিহত করার বিষয়ে আলোচনা করেন। যুবদলের নেতারা সবাইকে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত করার আহ্বান জানান এবং কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় না দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মতামত