সারাদেশ

কাউখালীতে কৃষকলীগ নেতাসহ ৭ জন গ্রেপ্তার

কাউখালীতে কৃষকলীগ নেতাসহ ৭ জন গ্রেপ্তার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:৫৭

পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযানে নাশকতার মামলার আসামি ও স্থানীয় কৃষকলীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: কাউখালী সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি মনির হোসেন কাজী (৫৩), শাকিব হোসেন হৃদয় (২৩), আবীর মৃধা (২২), মাহফুজ খান (২২), মোহাম্মদ রাকিব (২০), ও বাধন দেবনাথ (১৯)। কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এ ধরনের অভিযানে সচেষ্ট রয়েছে।