সারাদেশ

নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে আট মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে আট মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:৫৪

নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়ে আট মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি আল আমিন (৪৫) ওরফে সাটার আলামিনকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আল আমিন শহরের বাসাইল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। ওসি এমদাদুল হক জানান, শনিবার বিকেলে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (পিপিএম-বার) এর নেতৃত্বে উপপরিদর্শক আইয়ুব খান, উপপরিদর্শক জুয়েল রানা, এবং সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসাইল এলাকার শাপলা চত্ত্বরের কাছে খন্দকার ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে আল আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকসহ আটটি মামলা রয়েছে এবং নরসিংদী মডেল থানায় মাদক আইনে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।