নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু, সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচার, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, এবং আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ বিকাল ৪টা ৩০ মিনিটে সিরাজগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা সুলতান আহমেদ, শহিদুল্লাহ সবুজ, বাসদ নেতা পলাশ কুমার ঘোষ, এবং তারিকুজ্জামান টরিক।
নেতৃবৃন্দ দ্রুত দুর্নীতিবাজদের গ্রেফতার, বাজার নিয়ন্ত্রণে রেশনিং ব্যবস্থা চালুর এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মতামত