দুই শতাব্দী প্রাচীন শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে আসন্ন শ্রী শ্রী কালী পূজা ও মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে এক সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টায় মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাসের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার জানান, কালী পূজা ও মহানাম যজ্ঞানুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সকল সদস্যদের মতামত ও সহযোগিতা প্রয়োজন।
প্রতি বছরের ন্যায় এবারও সফল আয়োজনের জন্য সবার সহযোগিতায় আমরা প্রস্তুত। দেশের বিভিন্ন জেলার প্রসিদ্ধ কীর্তনিয়া দলও এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
সভায় উপস্থিত ছিলেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির কার্যনির্বাহী সদস্যগণ।
মতামত