সারাদেশ

বেলকুচিতে গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেলকুচিতে গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, বিকাল ৩:৫৪

সিরাজগঞ্জের বেলকুচিতে মুকন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৈঠার সলাৎ সলাৎ শব্দ, বাদ্যযন্ত্রের তালে তালে এবং জারি সারি গান গেয়ে মাঝি মাল্লারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হাজারো দর্শক নদীতে নৌকা নিয়ে এবং দুই তীরে কাদামাটিতে দাঁড়িয়ে উল্লাস করে প্রতিযোগিদের উৎসাহিত করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকাগুলো ছিল বিভিন্ন রং-বেরঙের, যার মধ্যে সোনারতরী ও প্রথম আলো উল্লেখযোগ্য। তরুণ-তরুণীরা জানান, কালের আবর্তে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা প্রায় বিলুপ্তির পথে, তাই বর্তমান প্রজন্মকে এই খেলায় উদ্বুদ্ধ করা প্রয়োজন। ২৪ ও ২৫ অক্টোবর দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার এসোসিয়েশন অফ বাংলাদেশ, ঢাকা ব্যাংক পিএলসি ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম, এবং আরও অনেক বিশিষ্ট অতিথি। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিজয়ী নৌকার মাঝিদের হাতে প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেওয়া হয়।