মুহাদ্দিস আব্দুল জলিল ফাউন্ডেশন করিমগঞ্জ ও আল-আওসাত ইসলামিক থট এন্ড রিসার্চ সেন্টার কিশোরগঞ্জ এর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ছোবহানিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার কর্মকর্তা ড. মাওলানা মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাথিয়া ই. ইউ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইসমাঈল হোসাইন মুফিজী।
অনুষ্ঠানের শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মতামত