রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় শহীদ জিয়া শিশু পার্ক সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে তলবী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাইনুল হক মানা এবং উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহীর দুইজন প্রতিনিধি।
মাইনুল হক মানা তার বক্তব্যে জানান, পূর্ববর্তী কমিটি অবৈধভাবে দখল করে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করেছে এবং অর্থ আত্মসাৎ করেছে। শ্রমিকদের ভাতা প্রদান এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগও তুলে ধরেন তিনি। তিনি বলেন, যে নেতা শ্রমিকদের পাশে দাঁড়ায় না, তাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এ সভায় নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের প্রস্তাব করা হয় এবং উপস্থিত শ্রমিকদের সম্মতিক্রমে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মাইনুল হক মানা ও মিজানুর রহমান মধুকে মনোনীত করা হয়েছে, এবং পূর্ণাঙ্গ কমিটির নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাল উদ্দীন, সাজ্জাদ হোসেন, আব্দুল আলী, মোজাম্মেল হক বাবু, সাইফুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার ট্রাক, লরি, ট্রাক্টর শ্রমিক ও সদস্যবৃন্দ। সভা শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।
মতামত