সারাদেশ

যমুনার স্রোতে নিখোঁজ জিহাদ: উদ্ধার অভিযান চলছে

যমুনার স্রোতে নিখোঁজ জিহাদ: উদ্ধার অভিযান চলছে

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৪, বিকাল ৪:৪২

সিরাজগঞ্জের যমুনা নদীর ৩ নম্বর ক্রসবাঁধে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন জিহাদ নামের এক স্কুল শিক্ষার্থী।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে এই ঘটনাটি ঘটে। নিখোঁজ জিহাদ হোসেনপুর বাগান বাড়ি এলাকার জুয়েল এর ছেলে এবং স্থানীয় সবুজ কানন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার দুপুরে জিহাদ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা ছয়জন মিলে যমুনা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ তিন জন ভেসে যায়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও জিহাদ পানিতে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌকা নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে, এখনো পর্যন্ত জিহাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া উদ্ধার অভিযানে রাজশাহী থেকে ডুবুরি দলও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, এবং তারা সকলের কাছে জিহাদের নিরাপত্তা ও দ্রুত উদ্ধারের জন্য প্রার্থনা করছেন।