পটুয়াখালীর রাঙ্গাবালীতে পর্যটন সেবা উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে অবস্থিত কমিউনিটি ডেভলপমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারে (সিডিএইচসি) এ কমিটি গঠিত হয়, যা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
এই কমিটির সভাপতি হিসেবে মো. নজরুল ইসলাম মুন্সি এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আইয়ুব খান মনোনীত হয়েছেন। গ্রামীণ মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের (আরেমটিপি) আওতায় ‘কমিউনিটি ভিত্তিক এগ্রো ইকোট্যুরিজম উন্নয়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের অধীনে এই কমিটি গঠন করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সম্ভাবনাময় পর্যটন স্পটগুলোতে উন্নত সেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি কাজ করবে।
মতামত