আন্তর্জাতিক জলবায়ু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তন ও সর্পদংশন বিষয়ে কর্মশালা ও সচেতনতা প্রোগ্রামের আয়োজন করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঝিনাইদহের শৈলকূপার দু:খী মাহমুদ কলেজে শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মশালার পাশাপাশি পোস্টার লাগানো কর্মসূচিও পরিচালিত হয়।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাবসহ শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা। সর্পদংশনের সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক ও এর থেকে বাঁচার উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাশেদুল ইসলাম, শাহরিয়ার সাগরসহ প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী। পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রশিক্ষক ছাফওয়ানুর রহমান বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে সাপের সংখ্যা ও সর্পদংশনের হার বেড়ে গেছে। বাংলাদেশে প্রতি বছর ৭ হাজারের বেশি মানুষ স্নেকবাইটে মারা যায়, কিন্তু সরকার এ বিষয়ে যথাযথ নজর দিচ্ছে না।
সংগঠনের আরেক সদস্য মেঘদাদুল হক বলেন, ঝিনাইদহে সর্পদংশনজনিত মৃত্যুর হার বেশি। সচেতনতার অভাবে অনেকেই ওঝার কাছে গিয়ে মৃত্যুবরণ করে। আমরা শিক্ষার্থীদের হাসপাতালেই চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছি।
উল্লেখ্য, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন, যা সাপ সংরক্ষণ, সর্পদংশন সচেতনতা এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কাজ করে আসছে।
মতামত