সারাদেশ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগ নিষিদ্ধ করায় মিষ্টি বিতরণ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগ নিষিদ্ধ করায় মিষ্টি বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, রাত ১০:২১

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা ছাত্রলীগ নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পুরাতন ভবনের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘ছাত্রলীগ জঙ্গি-খুনি হাসিনার সঙ্গী’, ‘এই মুহূর্তে খবর এলো-জঙ্গিলীগ মারা গেলো’। তারা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে বলেন, ছাত্রলীগ বহুদিন ধরে ছাত্র হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। অবশেষে, অন্তর্বর্তীকালীন সরকার বুধবার প্রজ্ঞাপন জারি করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলে শিক্ষার্থীরা তা উদযাপন করেন।