সারাদেশ

রাজশাহীতে বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

রাজশাহীতে বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, রাত ১০:১৮

৩২ বছরের বৈষম্য অবসান এবং অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে রাজশাহীতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে রাজশাহীর জিরো পয়েন্টে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের এমপিওভুক্তির জন্য দাবি জানালেও এখনও পর্যন্ত সরকারি বেতন-ভাতা থেকে তারা বঞ্চিত রয়েছেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শিক্ষক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন। এতে জেলার ১১টি কলেজের শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচির সমর্থনে এই মানববন্ধন করেন। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর হামলা দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত এমপিওভুক্তির দাবি করছি। এসময় আরও বক্তব্য রাখেন মোঃ মেহেদি হাসান, মোঃ অলিউল্লাহ রহমান অলি, কাজল কুমার মণ্ডলসহ অন্যান্য শিক্ষক নেতারা।