রংপুরের কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোস্তাক আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
মোস্তাক আহমেদ ১৯৬৮ সালে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বড়ুয়াহাট গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মৃত আলিসম উদ্দিন মাস্টার এবং মাতা মৃত আমেনা। সাংবাদিকতার পাশাপাশি তিনি কাউনিয়া মহিলা কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০১০ সাল থেকে তিনি প্রেসক্লাব কাউনিয়ার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার সাথে যুক্ত ছিলেন।
মোস্তাক আহমেদের মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ২ স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় কাউনিয়া মহিলা কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা সকাল ১০টায় বড়ুয়াহাট মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মতামত