সারাদেশ

রাজারহাটে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সভায় সহিংসতা প্রতিরোধের আহ্বান

রাজারহাটে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সভায় সহিংসতা প্রতিরোধের আহ্বান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, রাত ১০:১৩

“চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড” প্রতিপাদ্যে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজারে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় এই সভা আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। তিনি শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সভাপতিত্ব করেন কাশেম বাজার কমিটির সহ-সভাপতি আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘড়িয়ালডাঙ্গা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়। সভায় আরও বক্তব্য রাখেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ ও মিনহাজুল ইসলাম। তারা বাল্য বিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।