দীর্ঘ ১৫ বছর পর স্বপদে নিয়োগ পেয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রকৌশলীদের সাথে মতবিনিময় করেছেন। বরেন্দ্র অঞ্চলে পানি সাশ্রয়ী ফসল চাষে চাষিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী বিএমডিএ নাচোল জোনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আসাদুজ্জামান বরেন্দ্র অঞ্চলে টেকসই পানি প্রযুক্তি উদ্ভাবন, প্রাকৃতিক জলাধার খনন, এবং চাষিদের মাঝে পানি সাশ্রয়ী ফসল চাষের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম, নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদসহ অন্যান্য প্রকৌশলীরা।
চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়নে পানি ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম, এবং এ লক্ষ্যে বিএমডিএ’র প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মতামত