বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পোলিও সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বিশ্বকে পোলিও মুক্ত করার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রোটারি ক্লাবের চেয়ারপারসন ডা. সুশান্ত কুমার ঘোষ।
ডা. সুশান্ত ঘোষ তার বক্তব্যে উল্লেখ করেন, পোলিও একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয়। ২০১৪ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্যান্য দেশের সাথে পোলিও মুক্ত সনদ অর্জন করে। রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে বিশ্বব্যাপী পোলিও টিকার বিস্তৃত প্রচার চালানো হচ্ছে, যার ফলে বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া পুরো বিশ্ব পোলিও মুক্ত।
ডা. সুশান্ত ঘোষ আরও বলেন, পোলিও মুক্তির লক্ষ্যে সকলে মিলে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি জানান, গুটি বসন্তের মতো পোলিওকেও বিশ্ব থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করা সম্ভব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মো. মশিউর রহমান, মুস্তাফিজুর রহমান নাসিম, সৈয়দ হাসান মাহমুদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মতামত