চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, আলিনগর চেয়ারম্যান মাসুম, বাঙ্গাবাড়ি চেয়ারম্যান শহিদুল ইসলাম, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ এবং গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাসিক সভায় আইন শৃঙ্খলার উন্নয়নসহ উপজেলার সার্বিক বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনা করা হয়।
মতামত