র্যাব-৪ এবং বিটিআরসি'র যৌথ অভিযানে ঢাকা জেলার সাভার মডেল থানার উলাইল এলাকা থেকে ভিওআইপির অবৈধ রাউটিংয়ের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার মূলহোতা নাজমুল হুদা (৪২) গ্রেফতার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে র্যাব-৪ ও বিটিআরসি'র যৌথ দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘ ৬ বছর ধরে লাইসেন্স ছাড়া অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছেন, যার মাধ্যমে আন্তর্জাতিক কল রাউট করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়েছেন।
র্যাব জানিয়েছে, নাজমুল অবৈধভাবে টেলিযোগাযোগ সরঞ্জাম এবং সফটওয়্যার ভিত্তিক সিস্টেম ব্যবহার করে এই ব্যবসা পরিচালনা করতেন। তার এই কর্মকাণ্ডের ফলে সরকার বড় অংকের রাজস্ব হারিয়েছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত