শিক্ষাঙ্গন

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বেরোবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বেরোবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, রাত ১০:০০

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণার পর, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার (২৩ অক্টোবর) রাতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক হয়ে চকবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীদের স্লোগানে ছাত্রলীগের নিষিদ্ধকরণকে সাধুবাদ জানানো হয় এবং আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি তোলা হয়। শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের পথে এগিয়ে যাচ্ছে দেশ। তবে এই নিষেধাজ্ঞা শুধু ছাত্রলীগের মধ্যে সীমাবদ্ধ না রেখে আওয়ামী লীগের সঙ্গেও সম্পর্কিত অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করা উচিত বলে মত প্রকাশ করেন তারা। মিছিল শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়, যা পরিস্থিতির উদযাপন হিসেবে দেখা যায়। এছাড়া কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও মিছিলে যোগ দিয়ে সমর্থন জানায়।