নওগাঁ থেকে ৩০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (১৯এপ্রিল) রাতে র্যাবের গোয়েন্দারা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাঃ নুর আলম (৫৫), পিতা-মত কাশম আলী দওয়ান, সাং-মহশপুর, মাঃ মিলন হাসন (২৮), পিতা-মাঃ নজরুল ইসলাম, সাং-মহেশপু মাঃ শাকিল হাসন (২০), পিতা-মাঃ সালাম হাসন, সাং-মহেশপুর, সর্বথানা-বদলগাছি, জেলা-নওগাঁ কে গ্রফতার ও পলাতক মাঃ হাসান মন্ডল (৬৮), গ্রেফতারকৃত আসামী নুর আলম চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। নওগাঁ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসামী মিলন, শাকিল ও পলাতক আসামী হাসান এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করত৷
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু কর। গত (১৯ এপ্রিল) গাপন সংবাদের খবরে মাদক ক্রয়-বিক্রয়ের সময় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মহেশপুর এলাকা থেকে নুর আলম, মিলন ও শাকিল গ্রেফতার করে এবং হাসান কৌশলে পালিয় যায় আটকদের তল্লাশি করলে তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়রে কাজে ব্যবহৃত নগদ-২৬,৮৩০ টাকাসহ অবৈধ মাদকদ্রব্য ৩০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
মাদক কারবারী সিন্ডিকটর অন্যান্য সদস্যদর ধরতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
মতামত