পটুয়াখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আফরোজা আক্তার খাদিজা (২৩) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে পটুয়াখালীর কাঠপট্রি এলাকার তালতলা রোডে। নিহত আফরোজার বাবা হানিফ মুন্সি একজন কাঠমিস্ত্রি, আর মা জাহানারা বেগম। পটুয়াখালী সদর থানার ওসি মোঃ ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আফরোজার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এক ছেলের সাথে। কিন্তু সম্প্রতি ছেলেটি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং মাঝে মাঝে যোগাযোগ হলেও ঝগড়ার পরিবেশ তৈরি হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন আফরোজা, যিনি একটি স্থানীয় হাসপাতালে চাকরি করতেন। সম্পর্কের কারণে সৃষ্ট মানসিক চাপের ফলে তিনি চাকরি ছেড়ে দেন।
বুধবার দুপুরে আফরোজা ও তার প্রেমিকের মধ্যে মোবাইল ফোনে ঝগড়ার শব্দ শোনা যায়। বিকেলে, নিজের ঘরে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তখন ঘরে তার বাবা, মা এবং ভাই কেউ উপস্থিত ছিলেন না। পরে তার ছোট ভাই তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার আগে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আফরোজা তার প্রেমিকের প্রতি অভিমান ও হতাশার কথা ব্যক্ত করে লেখেন, “আমার সখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে, আমার কাফনের টাকা আমার ব্যাগে মা।” স্ট্যাটাসে তিনি তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বলেন, তিনি মায়ের ভালো মেয়ে হতে পারেননি। প্রেমের সম্পর্কের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এই চরম সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং আফরোজার আত্মহত্যা সবাইকে মর্মাহত করেছে।
মতামত