ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে শৈলকুপা থানাধীন মির্জাপুর ইউনিয়নের পদমদী গ্রাম থেকে দেশে তৈরী একটি কালো রংয়ের ওয়ান শ্যুটার গান সহ মিল্টন বিশ্বাস (৩১)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার ( ২৯ এপ্রিল) দুপুর ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীর দেখানো তথ্য মতো টিনের ঘরের ভেতর হতে প্লাস্টিকের বস্তা দিয়ে প্যাচানো পাটের ব্যাগের ভিতর হতে একটি দেশীয় তৈরী ওয়ান শ্যুটার গান পাওয়া যায়। আটকৃত মিল্টন বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার পদমদী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের তথ্য মতে, শৈলকূপা থানার পদমদী গ্রামের গ্রেফতারকৃত আসামীর মেজ ভাই মোস্তাফিজুর রহমান কটন এর কলাবাগানের ভিতর পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে ধৃত আসামী বিভিন্ন অপরাধমূলক কাজ করার জন্য তার কাছে আগ্নেয়াস্ত্র রেখেছে।
এ বিষয়ে ঝিনাইদহের ডিবি পুলিশের ওসি জুয়েল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রেখেছে অপরাধমূলক কাজ করার জন্য, তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
মতামত