ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৪ সালের বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
র্যালির পর উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী। এসময় সহ:সমন্বয়কারী শয়ের কোরবান এবং সাবিনা ইয়াসমিন, ফিল্ড সুপার ভাইজার স্বাস্থ্যও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাত ধোয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেন, যা দিবসটির গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।
মতামত