সারাদেশ

ইবির চারুকলা বিভাগের শ্রেণিকক্ষ দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ইবির চারুকলা বিভাগের শ্রেণিকক্ষ দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের জন্য বরাদ্দকৃত শ্রেণিকক্ষ দখল করে নিয়েছে ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে চারুকলা বিভাগের শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা জানান, গত ৮ অক্টোবর কলা অনুষদের ডিন স্বাক্ষরিত চিঠিতে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলার ২৩টি ও পঞ্চম তলার একটি কক্ষ তাদের বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ওই কক্ষগুলো দখল করে নেয়ায় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা তাদের জন্য বরাদ্দকৃত কক্ষগুলো ব্যবহার করতে পারছেন না। চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়টি আমি জানতাম না, তবে তাদের কক্ষ সংকটের কথা সত্য। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি আতিফা কাফি বলেন, "আমরা রুম ছেড়ে দিতে রাজি আছি। পরবর্তী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।" ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী মো. ফতেহ আলী চৌধুরী বলেন, আমি অসুস্থ থাকায় শ্রেণিকক্ষ স্থানান্তরের দায়িত্ব অন্য শিক্ষককে দিয়েছিলাম, কিন্তু তারা দায়িত্ব নিতে চাননি। ক্যাম্পাসে ফিরে বিষয়টি সমাধান করব। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন জানান, উপাচার্য কঠোরভাবে জানিয়েছেন যে কোনো ধরনের দখলদারি চলবে না এবং শিগগিরই প্রশাসন বিষয়টি সমাধান করবে।