সারাদেশ

ইবিতে আইসিটি সেল, আইকিউএসি, ও প্রেস প্রশাসনে নতুন নিয়োগ

ইবিতে আইসিটি সেল, আইকিউএসি, ও প্রেস প্রশাসনে নতুন নিয়োগ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৪৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনটি দাপ্তরিক পদে নতুন নিয়োগ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন—ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী (আইসিটি সেলের পরিচালক), আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন (আইকিউএসি পরিচালক), এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম (প্রেস প্রশাসক)। বুধবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, আইসিটি সেল ও প্রেস প্রশাসকের দায়িত্ব এক বছরের জন্য এবং আইকিউএসি পরিচালকের দায়িত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নবনিযুক্ত আইকিউএসি পরিচালক ড. নাজিমুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশনের আলোকে আমি দায়িত্ব পালনে সচেষ্ট থাকব এবং সবার সহযোগিতা কামনা করছি।