শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শ্রীবরদী পৌর শহরের দহেরপাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চরশিমুলচূড়া গ্রামের সবুজ মিয়া (২২) এবং মুন্সীপাড়া গ্রামের মাহমুদুল হাসান জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ মিয়া মোটরসাইকেলে শ্রীবরদী বাজারের দিকে যাচ্ছিলেন এবং জয় বিপরীত দিক থেকে দহেরপাড়ের দিকে আসছিলেন। শ্মশানঘাট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলগুলো মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই সবুজ মিয়া মারা যান, এবং গুরুতর আহত জয়কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় জয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে রাতে তার মৃত্যু হয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ জানিয়েছেন, দুর্ঘটনা সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে।
মতামত