সারাদেশ

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৪২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফেরানোর দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা তারেক রহমানের অন্যায় সাজা বাতিলের দাবি জানান এবং দেশে ফিরে আসার পরিবেশ তৈরির আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল আলম সৈকতসহ অন্যান্য নেতারা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। সমাবেশ শেষে মজিদা কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি প্রদান করে জেলা বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অন্যায় সাজা অবিলম্বে বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।