সারাদেশ

ইবিতে যৌন হয়রানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক বিভাগীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি

ইবিতে যৌন হয়রানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক বিভাগীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৩৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, কুরুচিপূর্ণ মন্তব্য, এবং মানসিক অত্যাচারের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিভাগীয় সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। অভিযোগের তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি একাডেমিক ও বিভাগীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি বর্তমানে কাজ করছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর, শিক্ষার্থীরা হাফিজুল ইসলামের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে উপাচার্যের কাছে ২৭ দফা অভিযোগ লিখিতভাবে জমা দেন তারা। এসব অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যাকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাফিজুল ইসলামকে তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে ডাকা হলেও নিরাপত্তার শঙ্কায় তিনি ক্যাম্পাসে উপস্থিত হননি। এদিন শিক্ষার্থীরা তার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেন।