সারাদেশ

বেলকুচিতে ন্যায্য মূল্যের চাল কেনাকে কেন্দ্র করে মারামারি, সেনাবাহিনীর অভিযানে ১ গ্রেফতার

বেলকুচিতে ন্যায্য মূল্যের চাল কেনাকে কেন্দ্র করে মারামারি, সেনাবাহিনীর অভিযানে ১ গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৩০

সিরাজগঞ্জের বেলকুচির ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ন্যায্য মূল্যের চাল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের লালু শাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়ার পর, আব্দুল জলিল সরকার পরিস্থিতি শান্ত করতে বলায় তাকে এলোপাতাড়ি মারধর করে কামরুল ইসলাম ও সুরুজ মন্ডল। এ ঘটনায় আব্দুল জলিল সরকার বাদী হয়ে কামরুল ইসলাম ও সুরুজ মন্ডলকে আসামি করে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম (৩৪)-কে গ্রেফতার করে। পরে তাকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত কামরুল ইসলাম ধুকুরিয়াবেড়া পূর্ব বাজারপাড়া গ্রামের আবুল মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সরকার শেখ হাসিনা দেশত্যাগের পর কামরুল ইসলাম বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর, চাঁদাবাজি, এবং হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে। সম্প্রতি এক হিন্দু মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে টাকা না দেয়ার ঘটনাতেও সে জড়িত ছিল, যেখানে স্থানীয় রামু কর্মকারকে মারধর করা হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে, এবং বাকী আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।