নারীদের জরায়ুমুখ ক্যান্সার রোধে সিরাজগঞ্জের ৫ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৫০ হাজার ৯২ কিশোরীকে বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমাভাইরাস) ভ্যাকসিন প্রদান করা হবে। এই কার্যক্রমটি ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ দিনব্যাপী চলবে। জেলার ৫ হাজার ২১৫টি টিকাদান কেন্দ্রে এই ভ্যাকসিন প্রদান করা হবে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নূরুল আমিন এই তথ্য জানান।
তিনি বলেন, সিরাজগঞ্জে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৪-এর লক্ষ্য ১ লাখ ৫০ হাজার ৯২ জন কিশোরীকে টিকা দেওয়া। এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য জেলায় ১ লাখ ৫৮ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন প্রাপ্ত হয়েছে।
এসময় তিনি জানান, জেলায় মোট ৫ হাজার ২১৫টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ১৩টি স্থায়ী কেন্দ্র, ২ হাজার ৮৯০টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র, ২ হাজার ৩১২টি কমিউনিটি পর্যায়ের কেন্দ্র এবং ৫৭৮টি দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজুল ইসলাম, এসআইএমও ডা. মাহমুদুল হাসান ফয়সাল, ইউনিসেফের প্রতিনিধি ডা. রফিকুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ইমান আলী, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল মোতালেব খান এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
মতামত