বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার অন্যতম দুই আসামি কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান (৫৪) এবং কুল্লা ইউপি'র সাবেক আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৪। ঢাকার ধামরাই পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে। ২২ অক্টোবর ২০২৪ তারিখে সাভারের ব্যাংক কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ধৃত আসামিরা ৫ আগস্ট ২০২৪ তারিখে ধামরাইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরীহ ছাত্র-জনতার উপর হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়।
মামলা দায়েরের পর আসামিরা ঢাকাসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত লুৎফর রহমান কুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং অপর আসামি হাফিজুর রহমান কুল্লা ইউপি'র সাবেক আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, আন্দোলন প্রতিহত করার উদ্দেশ্যে প্রভাব বিস্তার করে তারা এসব অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত